নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাহেবগঞ্জ :: সোমবার ১২,জানুয়ারি :: গত ১০ জানুয়ারি সাহেবগঞ্জ থানার অন্তর্গত ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং গ্রাম পঞ্চায়েত সদস্যের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে।
তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই খুনের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশের জেরায় অভিযুক্ত অপরাধ স্বীকার করেছে বলে জানান দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র। সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিস্তারিত জানানো হয়।
আজ অভিযুক্তকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে তাকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। ধৃতের নাম ফিরদৌস আলম, বাড়ি সুকারুরকুটি গ্রাম পঞ্চায়েতের থরাইখানা এলাকায়। মানসিক ভারসাম্যহীনতার দাবি থাকলেও এখনও পর্যন্ত কোনো মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি।

