নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: সোমবার ২৭,নভেম্বর :: খেজুরির বিজেপি নেতা রবীন মান্না’কে গ্রেফতারের প্রতিবাদে শনিবার মারিশদা থানায় গিয়ে পুলিশকে ধমক দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন সোমবার সকাল ৬ টা থেকে সন্ধ্য ৬ টা পর্যন্ত খেজুরি বনধ হবে। বিরোধী দলনেতার কথা মতো আজ সকাল থেকেই কার্যত সেই চিএ ফুটে উঠলো খেজুরি বিধানসভার বিস্তীর্ণ এলাকায়।

পাশাপাশি জনজীবন স্বাভাবিক করতে কার্যত মাঠে নেমে পড়েছে পুলিশ কর্মীরাও। কোথাও কোথাও রাস্তার উপর কাঠের গুড়ি সরিয়ে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যায় পুলিশ। কিন্তু আবারও বিজেপি কর্মী সমর্থকরা রাস্তার উপর কাঠের গুড়ি ফেলে বনধ সফল করার চেষ্টা করছেন। মাঝেমধ্যে পুলিশ কর্মীদের সাথে বিজেপি কর্মী সমর্থকদের বাক বিতন্ডায় জড়িয়ে পড়তে দেখা যায়। এক কথায় বলা যেতে পারে বিরোধী দলনেতার ডাকা ১২ঘণ্টার বনধে আংশিক প্রভাব পড়লো খেজুরীতে..