নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: রবিবার ২৭,অক্টোবর :: ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গত দু’দিন ধরে একটানা ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে খেজুরির প্রত্যন্ত এলাকা। চরম উৎকণ্ঠা নিয়ে ত্রাণ শিবিরে রাত কাটাতে হচ্ছে দুর্গতদের।
আর সেখানে গিয়েই চরম বিড়ম্বনায় পড়লেন খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক। তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান ত্রাণ শিবিরে থাকা গ্রামবাসীরা। অভিযোগ, দুর্যোগ চলাকালীন এলাকায় দেখা মেলেনি বিধায়ক বা তাঁর অনুগামীদের। এখন নিছক প্রচার পেতেই এখন ত্রাণ শিবিরে এসেছেন।
চাপে পড়ে কিছু সময়ের মধ্যেই এলাকা ছাড়েন বিধায়ক। পরে শান্তনু জানান, “সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আমার ওপর হামলা চালানো হয়েছে। এখানে সর্বদা জঙ্গলের রাজত্ব চলে। আমরা শীঘ্রই এর প্রতিবাদ জানাব”।