নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বুধবার ২৬,মার্চ :: উচ্চ অট্টালিকা নয়, ঈর্ষা করার মতো বাড়িও নয়। খেটে খাওয়া মানুষের মাত্র এক কামরা বাড়ি, আদালতের নির্দেশে ভেঙে ফেলতে বাধ্য হলো ঘাটাল পৌরসভা।
ঘাটাল পৌরসভা এলাকার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পেশায় ট্রলি চালক দিলীপ বারিক দুই মেয়েকে কষ্ট করে দারিদ্র্য মাঝে বড় করেছেন। মাথা গোজার জন্য কোনরকমে পুকুরের ধারে এক কামরা পাকা বাড়ি করেছিলেন।
আর সেই পাকা বাড়ি হাইকোর্টের নির্দেশে ভেঙে দিতে হলো কারণ জানা গিয়েছে দিলীপরা পাঁচ ভাই। তাদের সম্পত্তি ভাগ হয়নি। এই কারণে পাকা বাড়িটি তৈরীর সময় সম্মতি থাকলেও, তৈরি হওয়ার পর তার নামে মামলা করেন তার এক ভাইয়ের স্ত্রী।
মামলা চলতে থাকে এবং উচ্চ আদালতের নির্দেশে সেই বাড়ি ভেঙে দিল ঘাটাল পৌরসভা। অসহায় হয়ে স্ত্রী ও মেয়েরা কান্নাকাটি করতে করতে বলেন, এখন কিভাবে থাকবেন বা জীবন কাটাবেন তারা।
এই ঘটনায় ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা বলেন, ভাই ভাই মামলা করা হয়েছিল। সেই মামলার কারণে উচ্চ আদালতের নির্দেশে ভেঙে দিতে হচ্ছে বাড়ি।
তবে তাদের নিয়ে অনেকবার মিটিংয়ে বসা হয়েছে এবং সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তা হয়ে ওঠেনি। তিনি মানছেন দিলীপ খুবই গরীব এবং অসহায় মানুষ।