খেরওয়াল তুকৌ -বর্ষবরণ শিউলিবনা গ্রামে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বুধবার ১,জানুয়ারি :: প্রকৃতির নিরালায় ধামসা মাদলের তালে অবিরাম নাচ গানের মাধ্যমে বর্ষবরণ । আদিবাসী জনগোষ্ঠীর বার্ষিক মিলনমেলার নাম খেরওয়াল তুকৌ। ইংরেজি নববর্ষ কে স্বাগত জানিয়ে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়তলির আদিবাসী গ্ৰাম শিউলিবনা বসে দিনভর নাচ গান সহ সাংস্কৃতিক উৎসব ।

বাঁকুড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় অমরকানন সময়িতা মঠ এর পরিচালনায় এই মিলনমেলার আয়োজন করা হয়। এবার ২৯’তম বর্ষে পদার্পণ। দুই দিন ধরে চলা এই উৎসবে প্রথম দিন আদিবাসী নৃত্য প্রতিযোগিতায় ৩০টি দল অংশগ্রহণ করে।

দ্বিতীয় দিন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী দলের নৃত্যের প্রদর্শন এছাড়াও দাঁশায়, পাতা , বাউল ,বীরভূমের দুমকা নৃত্য,আসামের বিহু ও উত্তরবঙ্গের লোকনৃত্য সহ দেশের বিভিন্ন প্রদেশ থেকে আদিবাসী সাংস্কৃতিক দল এই মিলনমেলায় অনুষ্ঠানে অংশ নেবেন । অসংখ্য দর্শক ও শুশুনিয়ায় বেড়াতে আসা পর্যটকেরা বর্ষবরণের আনন্দ উপভোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =