নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: সোমবার ১৪,এপ্রিল :: খেলার মাঠ দখল করাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি নদীয়ার নবদ্বীপের ভালুকা কানাইনগর! তিন জন জমি মাফিয়া দুষ্কৃতি নিয়ে জমি দখল করতে এলে স্থানীয় মহিলা সহ এলাকার লোকজন বাধা দেয়।
শুরু হয় দুই পক্ষের মধ্যে ইট বৃষ্টি এবং বচসা। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় নবদ্বীপ এবং কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করলে, পুলিশ পাল্টা লাঠি চালায় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।পুলিশের বিরুদ্ধে মহিলাদের ওপর লাঠিচার্জের অভিযোগও ওঠে। এলাকায় খেলার মাঠ দখলের অভিযোগ তিন প্রমোটারের বিরুদ্ধে, ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি।
স্থানীয়দের বক্তব্য, আনুমানিক দু বিঘা একটি জমি দীর্ঘ কয়েক দশক ধরে রয়েছে এলাকায়। যেখানে স্থানীয় ছেলেরা খেলাধুলা করে। অভিযোগ এলাকার বিষ্ণুপুর এলাকার রণ মিত্র, ভালুকা এলাকার গৌর ঘোষ, ও দে পাড়া এলাকার জুব্বার শেখ, এরা ভাড়াটে গুন্ডা এনে জমি দখল করতে আসে।
তখন এলাকার লোকজন বাধা দেয়। আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার লোকজনকে ভয় দেখায় বলে অভিযোগ। পরে বিশাল পুলিশ বাহিনী এবং পুলিশের উচ্চপর্যায়ের কর্তারা এসে পরিস্থিতি সামাল দেয়।