খেলার মাঠ বাঁচাতে মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে চিঠি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: খেলার মাঠ দখল করার চেষ্টা ৷ ঘটনার প্রতিবাদে এলাকার বাসিন্দারা। জনমত গঠনে এলাকার বিভিন্ন জায়গায় পোস্টার ৷ মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সাংসদ ও জেলাশাসককে চিঠি ৷ কোনমতেই খেলার মাঠ দখল হতে দেবেন না জানিয়ে দিলেন এলাকার বাসিন্দারা ৷

রাজপুর-সোনারপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে এই মাঠ ৷ যা রাজপুর পল্লিশ্রী সমিতি ও হরকালি বিদ্যামন্দিরের মাঠ হিসেবেই সকলের কাছে পরিচিত ৷ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মাঠেই খেলাধুলা করে ৷ প্রতিবছর তাদের বার্ষিক স্পোর্টসও এই মাঠেই অনুষ্ঠিত হয় ৷

বিভিন্ন সময় এই মাঠে ফুটবল, ভলিবল, ক্রিকেট সহ নানান প্রতিযোগিতার আয়োজন হয়েছে ৷ শুধু তাই নয় রাজনৈতিক সভাও হয়েছে এই মাঠে ৷ মাঠ বাঁচাতে যারা আন্দোলনে নেমেছেন তাদের অনেকেই এখানে খেলে বড় হয়েছেন।

তাদের অনেকেই এখন নিজেদের সন্তানকে নিয়ে এই মাঠে আসেন। হঠাৎ করেই এই মাঠ দখল করার চেষ্টা শুরু হয়েছে বলে অভিযোগ।

দালালচক্র, প্রমোটিং চক্র এই মাঠ দখলের চেষ্টা করছে বলে তার অভিযোগ ৷ ভুয়ো দলিল দেখিয়ে কয়েকজন এই মাঠ দখলের চেষ্টা করছে বলে অভিযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 6 =