নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: খেলা হবে দিবসেও রক্ত ঝরলো এক তৃণমূল নেতার । গোষ্ঠী সংঘর্ষে গুরুতর জখম হওয়া পূর্ব বর্ধমানের রায়নার ওই তৃণমূল নেতার নাম গোলাম মোস্তাফা মল্লিক ।তিনি রায়নার হিজলনা অঞ্চলের বাসিন্দা । রায়না ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডলের ঘনিষ্ঠ।
মঙ্গলবার রাতে বামদেবের বিরুদ্ধ গোষ্ঠীর লোকজন গোলাম মোস্তাফা কে নির্মম ভাবে পিটিয়ে জখম করে বলে অভিযোগ।চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।উত্তেজনা থাকায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ-বাহিনী। শুরু হয়েছে ধরপাকড় । ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল এদিন বলেন ,তাঁর অনুগত গোলাম মোস্তাফা মল্লিক বহু দুর্দিনের তৃণমূল কর্মী।