কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩,ফেব্রুয়ারি :: মালদা জেলাপরিষদের অর্থানুকূল্যে সোমবার রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল রতুয়া-১নং ব্লকের শ্রীপুর-২নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন শ্রীপুর-২নং গ্রাম পঞ্চায়েতের খোচ খামার পশ্চিমপাড়ায় জেলাপরিষদ থেকে ১০লক্ষ টাকা বরাদ্দে দেড়শো মিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয়।
ফিতে কেটে আনুষ্ঠানিক শিলান্যাস করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান আসফাতুর রহমান, রতুয়ার বিধায়ক সমর মুখার্জির প্রতিনিধি আব্দুল তোয়াব সহ অন্যান্যরা।