নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্বস্থলী :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: খোলা আকাশের নিচেই চলছে অঙ্গনওয়ারীর শিশুদের পাঠদান ও রান্না। পূর্বস্থলী দু’নম্বর ব্লকের কালেখাতলা পঞ্চায়েতের অন্তর্গত রায়পাড়া অঙ্গনওয়ারী কেন্দ্রে দীর্ঘদিন ধরেই চলছে এই চিত্র। আগে টিনের চাল থাকলেও ঝড়ে তা ভেঙে যাওয়ার পর থেকে আর মেরামত হয়নি।
ফলে একেবারেই খোলা আকাশের নিচে পড়াশোনা ও রান্নার কাজ চালাতে হচ্ছে। অভিভাবকরা জানিয়েছেন, বাচ্চাদের খোলা আকাশের নিচে পড়াশোনা করতে খুবই অসুবিধা হয়। এজন্য অনেক শিশুই নিয়মিত স্কুলে আসে না, কেবলমাত্র অঙ্গনওয়ারীর দেওয়া খাবার নিয়েই চলে যায়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে এখানে একটি পাকাপাকি ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। এ প্রসঙ্গে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান পঙ্কজ দে জানিয়েছেন, কেন্দ্রটি একটি বেসরকারি জমির উপর হওয়ায় পাকাপাকি ঘরের ব্যবস্থা করা সম্ভব হয়নি।
তবে যেভাবে অস্থায়ীভাবে চালু ছিল, দ্রুত তার মেরামতের ব্যবস্থা করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।