নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেখলিগঞ্জ :: বুধবার ১৪,জানুয়ারি :: মেখলিগঞ্জ ব্লকের উচলপুকুরি এলাকার MSK স্কুলের মাঠে এক চরম উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। কে বা কারা বিপুল সংখ্যক মৃত বয়লার মুরগি খোলা মাঠে ফেলে রেখে যায়, যার ফলে গোটা স্কুল চত্বর ও আশপাশের এলাকা মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে।
ঘটনাস্থলের পাশেই রয়েছে একটি নার্সারি স্কুল। তীব্র দুর্গন্ধে এলাকাবাসী নাজেহাল, একই সঙ্গে শিশুদের স্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে বড়সড় আশঙ্কা। এলাকাবাসীদের অভিযোগ, আশপাশে চার থেকে পাঁচটি মুরগি ফার্ম রয়েছে।
তাদের মধ্যেই কেউ রাতের অন্ধকারের সুযোগ নিয়ে এই নোংরা ও অসামাজিক কাজ করেছে বলে সন্দেহ। আরও ভয়াবহ বিষয়, শেয়াল ও কুকুর মৃত মুরগির মাংস টেনে নিয়ে গিয়ে মাঠ ও বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, ফলে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়ছে।
এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দ্রুত স্কুল চত্বর পরিষ্কার ও জীবাণুমুক্ত করার দাবি জানানো হয়েছে। শিশুদের নিরাপত্তা ও এলাকার স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এখন অত্যন্ত জরুরি।

