নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেদিনীপুর :: সোমবার ৭,এপ্রিল :: রাম নবমীতে জেলায় জেলায় শুরু হয়েছে রাম নবমীর শোভাযাত্রা ও বাইক রেলি। হেভিওয়েট বিজেপির নেতা-নেত্রীদের ও এই শোভাযাত্রা বা বাইক রেলিতে সামিল হতে দেখা যাচ্ছে।
ঠিক সেই মতো পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের গোপগড় এলাকায় গোপনন্দিনী মন্দির থেকে ধেড়ুয়া বাজার এলাকা পর্যন্ত খোশ মেজাজে বুলেট নিয়ে বাইক চালিয়ে রামনবমীর শোভাযাত্রা করতে দেখা গেল দিলীপ ঘোষ কে।
শোভাযাত্রা শেষে দিলীপ ঘোষ বলেন পুলিশের কাজ হচ্ছে যে কোনো উৎসবে সহযোগিতা করা যদি উল্টো করে পরিস্থিতি উল্টো হবে ।