নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: ৫ই,এপ্রিল :: কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান ব্যারাকপুরের কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থার উদ্যোগে নমামী গঙ্গা প্রকল্পের অধীনে আজ সকালে নবদ্বীপ গ্রামীণ অঞ্চলের স্বরূপগঞ্জে একটি অনুষ্ঠানের আয়োজন করে গঙ্গাও জলঙ্গীর সংযোগস্থলে গঙ্গাবক্ষে প্রায় আড়াই লক্ষ মাছের চারা বা মীন ছাড়া হয়।
গঙ্গা দূষণের ফলে গঙ্গা থেকে প্রায় হারিয়ে যেতে বসা গঙ্গার নিজস্ব মাছ রুই কাতলা মৃগেল সহ বিভিন্ন মাছের বংশবৃদ্ধির মাধ্যমে উৎপাদন বাড়াতে, গঙ্গায় ডলফিন সংরক্ষণ সচেতনতা বৃদ্ধি করতে এবং গঙ্গা দূষণ রোধ ও স্থানীয় মৎস্যজীবীদের জীবন জীবিকায় উৎসাহ দিতে এই কর্মসূচি নেওয়া হয় কেন্দ্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে । প্রতিবছরই এই সময় সংস্থার পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।