নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ৩,মে :: কয়েকজন বন্ধু মিলে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত বহড়া শ্মশান সংলগ্ন গঙ্গার ঘাটে বেড়াতে এসে পায়ে কাদা লেগে যাবার কারণে গঙ্গায় চটি ধুতে নেমে চটি ভেসে যাওয়ায় তা তুলতে গিয়ে হঠাৎই তলিয়ে গেল এক কিশোর।
চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ কাটোয়া থানার অন্তর্গত গাজীপুর এলাকার বাসিন্দা দেবরূপ বন্দ্যোপাধ্যায় বয়স ১৫বছর।
স্থানীয় একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ক্লাস নাইনের ছাত্র, গতকাল সে এবং তার কয়েকজন বন্ধু মিলে এই ঘাটে বেড়াতে এসেছিল, হঠাৎই চটি ধুতে গিয়ে তার চটি তলিয়ে যাওয়ায় সেটিকে আনতে গিয়েই জলে তলিয়ে যায় ওই কিশোর।
ঘটনার পর থেকে এখনো পর্যন্ত নিখোঁজ দেবরূপ। পূর্বস্থলী থানার পুলিশ এবং স্থানীয় ডুবুরি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা নিখোঁজ ওই ছাত্রের খোঁজ চালাচ্ছে।