নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১৭,জুন :: রবিবার রুবি থেকে এক পরিবার আসেন দশহরার জন্য গঙ্গায় পুজো দিতে নিমতলা ঘাট সংলগ্ন এলাকায় ভূতনাথ মন্দিরে। গাড়িটিকে গঙ্গার ঘাটে দাঁড় করিয়ে, পরিবার নেমে যান পুজো দিতে। গাড়ির মধ্যে ছিল ১০-১১ বছরের এক কিশোর। হঠাৎ গাড়িটি গঙ্গায় তলিয়ে যায়।
ভিতরে একটি শিশু থাকার কারণে স্থানীয় বাসিন্দারাই প্রথমে যান তাঁকে উদ্ধার করতে। এরপর স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। গাড়ি তোলার জন্য পুলিশের তরফের ক্রেন নিয়ে আসা হয়েছে । সেই সময় যারা নিমতলা ঘাটের গঙ্গায় স্নান করছিলেন তাদের তৎপরতায় কিশোরের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তরা। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ-এর আধিকারিকরা উপস্থিত হয়েছিলেন। নামানো হয়েছিল ডুবুরি। আনুমানিক প্রায় এক থেকে দেড় ঘন্টার চেষ্টায় গাড়িটিকে গঙ্গা বক্ষ থেকে তোলা সম্ভব হয়েছে। উদ্ধার করা হয়েছে শিশুটিকে। উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।