গঙ্গাসাগরের দ্বীপ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন ফুটে উঠল পূজা মন্ডপে ,গঙ্গাসাগরে এলো কপিলমুনি এক্সপ্রেস

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ৬,অক্টোবর :: গঙ্গাসাগরের দ্বীপ এলাকার মানুষদের স্বপ্ন রেলপথ। গঙ্গাসাগর দ্বীপ এলাকা হওয়ার কারণে মূল ভূখণ্ডের সঙ্গে রেলের মাধ্যমে যোগাযোগ এখনো সম্ভব হয়ে ওঠেনি। গঙ্গাসাগরে যদি আসতো কপিলমুনি এক্সপ্রেস তাহলে গঙ্গাসাগরের চিত্রটা কেমন হতো।

গঙ্গাসাগরের মানুষদের সেই স্বপ্নকে পূজা মন্ডপে ফুটিয়ে তুলল গঙ্গাসাগর মন্দিরতলা সর্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি। গঙ্গাসাগর দ্বীপে দুর্গা পুজোর মণ্ডপে অভিনবত্বের ছোঁয়ায় এসে গেল এক্সপ্রেস ট্রেন। চোখ ধাঁধানো থিমের মন্ডপ গঙ্গাসাগর এক্সপ্রেস। কেন্দ্রের অনুমোদন ছাড়া সবাইকে তাক লাগিয়ে গঙ্গাসাগর দ্বীপে ঢুকে পড়ল কপিল মুনি এক্সপ্রেস।

মুড়িগঙ্গা নদী পার হলেই গঙ্গাসাগর দ্বীপ। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এই মুড়িগঙ্গা নদীতে তৈরি হবে গঙ্গাসাগর সেতু।সেটা গঙ্গাসাগরবাসীর কাছে দুঃস্বপ্ন হলেও তার আগেই মন্দিরতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে মন্দিরতলার বাসিন্দারা পেয়ে গেলেন গঙ্গাসাগর এক্সপ্রেস উপহার।

আশ্চর্যের বিষয়ে তবে এটা ট্রেন নয়, এটা একটা পুজোমণ্ডপ, এক্সপ্রেস ট্রেনের আদলে তৈরি। দীর্ঘ পাঁচ মাস প্রায় ৩০ জন কারিগর অক্লান্ত পরিশ্রম করে এই মন্ডপটি তৈরি করেছেন। আনুষ্ঠানিকভাবে মহালয়ার দিনে ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 10 =