নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: গঙ্গাসাগরের পর করোনা আবহে শুরু হচ্ছে জয়দেব-কেন্দুলির মেলা। গঙ্গাসাগর মেলা ছাড়পত্র পাওয়ার পরেই জয়দেব মেলা নিয়ে এহেন সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা প্রশাসন ।জয়দেব-কেন্দুলি মেলার অনুমতি মিলতেই এলাকা পরিদর্শনে বীরভূম জেলার পুলিশ প্রশাসন।
১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের অজয় নদের তীরে রাধা-বিনোদের মন্দিরের প্রতিষ্ঠা করেন । মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনীসমূহ । এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে থাকায় পরবর্তীকালে এলাকাটি জয়দেব-কেন্দুলি নামে খ্যাত হয় ৷ দেশ- বিদেশের বাউলদেরও দেখা যায় মেলায় । প্রায় ৪০০ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব-কেন্দুলির এই মেলা ৷