গঙ্গাসাগরে নিখোঁজ ভেসেল ? !!

নিজস্ব সংবাদদাতা  :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর  :: মঙ্গলবার ১৬,জানুয়ারী ::    মকর সংক্রান্তির পুণ্যস্নান সেরে বাড়ি ফেরার পথে ভোগান্তির শিকার কয়েক হাজার তীর্থযাত্রীরা। সোমবার ভোর রাত থেকে মকর সংক্রান্তির পুণ্যস্নান শুরু হয়ে গিয়েছিল গঙ্গাসাগরে। পুণ্য স্নান করতে গঙ্গাসাগরে হাজির হয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৪৫ লক্ষ্  পুন্যার্থীরা। পুণ্য স্নান করে বাড়ি ফেরার পথে ভোগান্তির শিকার পুন্যার্থীরা। মুড়িগঙ্গা নদীতে ভেসেল চলাচলের জন্য জল না থাকার কারণে (ভাটা)সোমবার রাতে বন্ধ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা বন্ধ হয়ে যায় ভেসেল চলার পরিষেবা।

এর ফলে কয়েক হাজার পুন্যার্থী সমস্যায় পড়েছে। বাড়ি ফিরতে না পারায় বিভিন্ন রাস্তায় প্রশাসনের গাড়ি আটকেও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় পুন্যার্থীরা। গঙ্গাসাগরের রুদ্রনগর, বাগবাজার, কৃষ্ণনগর, সহ একাধিক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েক হাজার তীর্থযাত্রীরা। কোন কোনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয় কয়েক হাজার।

অবশেষে চলাচল স্বাভাবিক হলেও মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে আবারো পুনরায় ভেসেল পরিষেবা বন্ধ হয়ে যায়। সোমবার রাত থেকে একটি পুন্যার্থীরা বোঝাই ভেসেল নিখোঁজ হয়ে যায়।ঘন কুয়াশার কারণে বন্ধ ভেসেল পরিষেবা আজ সকাল থেকে ঘন কুয়াশার কারণে দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের কচুবেড়িয়া থেকে ভোর রাতে যাত্রী বোঝাই করে নিয়ে কাকদ্বীপের উদ্দেশ্যে যাচ্ছিল একটি ভেসেল ঘন কুয়াশার কারণে সেই ভেসেলটি অন্য কোথাও চলে যায়। প্রশাসনের পক্ষ থেকে ভেসেলটি খোঁজার কাজ চালানো হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 15 =