সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা অফিসে প্রেস কনফারেন্স করেন মন্ত্রী অরূপ বিশ্বাস, পুলক রায়, শশী পাঁজা, বঙ্কিম চন্দ্র হাজরা, জেলাশাসক পি উলগানথান, সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখার্জি।
সাংবাদিক বৈঠকে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, কলকাতা হাই কোর্টের নির্দেশিকা মেনে এই মেলার সমস্ত আয়োজন করা হয়েছে। আমরা অক্ষরে অক্ষরে তা পালন করছি। গত ৭ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ৩ লাখ ২ হাজার মানুষ আমাদের মেলায় এসেছে। ১৩ টি পয়েন্টে ১৩ জন কোভিড আক্রান্ত ধরা পড়েছে। মেলা প্রাঙ্গণের বাইরে .৬৩ শতাংশ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছে।
৯৯.৬ লাখ মানুষ ই দর্শন পোর্টাল দেখেছে। ই স্নান সেরেছেন প্রায় সাড়ে ১৭ হাজার মানুষ। আবেদনের ভিত্তিতে গঙ্গাজল ও পুজোর প্রসাদ প্রায় সাড়ে ২১ হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া এবারের মেলায় সাগর সঙ্গম, ধ্যানকেন্দ্র, পুণ্যতরী চালু করা হয়েছে।