সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ১৫,জানুয়ারি :: বহু মানুষ এই মকর সংক্রান্তির স্নান উপলক্ষ্যে মেলায় এসেছেন বলে দাবি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় পুণ্যস্নান । গঙ্গাসাগরকে বলা হয়ে থাকে ‘মিনি ভারত’। কারণ প্রত্যেক বছর বহু ভাষাভাষি মানুষের সহাবস্থান হয়ে ওঠে গঙ্গাসাগর।
দূর দূরান্ত থেকে আসেন ভক্তরা।মঙ্গলবার সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু করে বুধবার পর্যন্ত ছিল মকর সংক্রান্তির পুণ্যস্নানের সময়সীমা। কিন্তু সেই সময় শুরুর আগে থেকেই সাগর স্নানে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভিড় জমান দেশের নানা প্রান্ত থেকে । উত্তরপ্রদেশ জুড়ে যেমন মহাকুম্ভ মেলাকে নিয়ে জনজোয়ার দেখা গিয়েছে, তেমমই জনস্রোত দেখা গেল এবার গঙ্গাসাগর মেলাতেও।
মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে এসে মকর স্নান সেরেছেন অগণিত ভক্তবৃন্দ। এখনো পর্যন্ত গঙ্গাসাগর মেলায় ৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। ৭ জন ভিন রাজ্যের তীর্থযাত্রী গঙ্গাসাগর মেলায় এসে অসুস্থ হয়ে হয়েছেন । তাদেরকে এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী অরূপ বিশ্বাস জানান এখনো পর্যন্ত গঙ্গাসাগর মেলায় এসে পুণ্য স্নান করে বাড়ি ফিরে গিয়েছেন প্রায় ৮৫ লক্ষ পুণ্যার্থী। এবছর মহা কুম্ভ থাকার কারণে গঙ্গাসাগরে পুণ্যার্থীদের সংখ্যা কিছুটা কমেছে । এখনো পর্যন্ত বহু পূর্ণ্যার্থী অপেক্ষারত রয়েছে বিভিন্ন জেটিঘাট গুলিতে । তারা গঙ্গাসাগরে আসার জন্য মুখিয়ে রয়েছেন।