সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ২৫,অক্টোবর :: ইতিমধ্যে বিধ্বংসী ঘূর্ণিঝড় দানা ল্যান্ড ফল করেছে উড়িষ্যা এবং সাগরদ্বীপের মাঝ বরাবর এলাকায়। কার্যত বৃহস্পতিবার রাত থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে তাণ্ডব লীলা শুরু করেছে প্রকৃতি। গঙ্গাসাগর দ্বীপে বৃহস্পতিবার রাতে একাধিক এলাকায় দমকা ঝোড়ো হওয়ার কারণে মাটি থেকে উপড়ে গিয়েছে বড় বড় গাছ ।
গঙ্গাসাগর মন্দিরের সামনে সমুদ্র সৈকতে যে সকল ত্রিফলা বাতি ছিল সেই সকল ত্রিফলা বাতির স্তম্ভ কার্যত ভেঙে পড়েছে। বিধ্বংসী দৈত্যাকার ঢেউ আছড়ে পড়ছে উপকূলের। আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসীরা। দমকা ঝড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টি ও ঝড়ের যে তান্ডব নীলা ইতিমধ্যেই শুরু করেছে গঙ্গাসাগরে কার্যত বোঝাই যাচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় দানা র আগমন ঘটতে চলেছে সাগরদ্বীপে।