সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ১২,জানুয়ারি :: গঙ্গাসাগর মেলাতে এসে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ভিন্ন রাজ্যের ২ পূণ্যার্থী। তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য অসুস্থ দুই ভিন রাজ্যের পূর্ণার্থীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হল কলকাতায়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল আনুমানিক ১০:৫০ মিনিট নাগাদ বিহারের পাটনা থেকে আসা বাসন্তী কউর নামে বছর ৫৫ এর এক মহিলা হঠাৎ করে গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ চত্বরে অসুস্থ হয়ে পড়েন। এরপর চিকিৎসা করানোর জন্য অসুস্থ ওই মহিলাকে নিয়ে আসা হয় গঙ্গাসাগর মেলা গ্রাউন্ডের অস্থায়ী হাসপাতালে অস্থায়ী হাসপাতালে ।
ওই মহিলাকে আনা হলে ওই মহিলাকে তড়িঘড়ি কলকাতায় এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসক সূত্রের খবর ওই মহিলা মেলা চত্বরে হঠাৎ হার্ট অ্যাটাক হয় এরপর জরুরী ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
এছাড়াও রবিবার দুপুর আনুমানিক বারোটা ৩০ মিনিট নাগাদ উত্তর প্রদেশ থেকে আসা ঠাকুর দাস নামের ৭০ ঊর্ধ্ব পুণ্যার্থী গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়ে ওনাকেও জরুরি পরিষেবা মাধ্যমে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতায় পাঠানো হয়।
এই বিষয়ে জেলা প্রশাসনের সূত্রে জানা গিয়েছে , গঙ্গা সাগর মেলায় আশা পূণ্যার্থীদের সব রকম সুবিধা দিতে প্রস্তুত জেলা প্রশাসন। পুণ্যার্থীদের চিকিৎসা ব্যবস্থা সুবিধার্থে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করা হয়েছে।