সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ১৬,জানুয়ারি :: বৃহস্পতিবার দুপুর ১টা ১৯ মিনিটে মকর সংক্রান্তির মাহেন্দ্রক্ষণ অতিক্রান্ত হওয়ার সাথেই সাঙ্গ হলো এবারের গঙ্গাসাগর মেলা। মেলার শেষ দিনে সাগরদ্বীপের মেলা প্রাঙ্গণে এক উচ্চপর্যায়ের সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
উপস্থিত ছিলেন বিদ্যুৎ, পরিবহন ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রীসহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মন্ত্রী জানান, এ বছর গঙ্গাসাগর মেলায় রেকর্ড ১ কোটি ৩০ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান সেরেছেন।
মেলার স্মৃতি ধরে রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত ১৫টি ‘বন্ধন বুথ’ থেকে ১১ লক্ষ মানুষ ই-পরিচয়পত্র সংগ্রহ করেছেন।
মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা ছিল চোখে পড়ার মতো। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় হারিয়ে যাওয়া ৬৬৩২ জন পুণ্যার্থীর মধ্যে ৬৬২৭ জনকে তাঁদের পরিজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। ছিনতাই ও পকেটমারির ৪৫৬টি অভিযোগের মধ্যে ৪৩৮টি ক্ষেত্রে খোয়া যাওয়া সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।
অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ৮৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অসুস্থ পুণ্যার্থীদের চিকিৎসায় বিশেষ তৎপরতা দেখিয়েছে প্রশাসন।
মেলা চলাকালীন ৫ জন গুরুতর অসুস্থ ব্যক্তিকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। তবে দুঃখজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের— অসমের মিঠু মণ্ডল এবং বিহারের মৃত্যুঞ্জয় সিং।
মেলা শেষে অধিকাংশ পুণ্যার্থীই এখন বাড়ির পথে। সামগ্রিকভাবে এবারের মেলা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ধন্যবাদ জানান মন্ত্রী।

