সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ৬,জানুয়ারি :: আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সাগর মেলা। এবারের সাগর মেলায় আরো জোরালো করা হচ্ছে অগ্নি নির্বাপন ব্যবস্থা। শনিবার গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থাপনা খতিয়ে দেখেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
সাগরমেলার মাঠে আগুন নেভানোর জন্য ৭৫ টি অত্যাধুনিক বাইকের ব্যবস্থা করেছে দমকল বাহিনী। যেগুলি দ্রুত জনবহুল এবং খুব কম পরিসরের মধ্যে ঢুকতে পারবে। দ্রুত আগুন আয়ত্তে আনতে পারবে এই বাইকগুলি।
দ্রুত আগুন আয়ত্তে আনার জন্য ৫০ টি বাইকে ৩০ লিটার করে ফোমের ব্যবস্থা রাখা হয়েছে। বাকি ২৫ টি বাইকে পাইপ লাইনের মাধ্যমে জল নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। জল ফুরিয়ে গেলে পাশের হাইড্রেন থেকে তাদের জল নেওয়ার ক্ষমতা থাকবে। থাকবে প্রশিক্ষিত ২ জন করে দমকল কর্মী।
২০২৫ গঙ্গাসাগর মেলার অগ্নি নির্বাপন ব্যবস্থাকে জোরালো করতে মূল মেলা প্রাঙ্গণ থেকে শুরু করে মেলার বিভিন্ন পয়েন্টে থাকছে। গঙ্গাসাগর মেলার সমস্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাগরে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন গঙ্গাসাগর মেলার অগ্নিনির্বাপন ব্যবস্থা ঘুরে দেখার পর সাগর মেলা অফিসে সমন্বয়ে বৈঠক করেন তিনি।