সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ১৩,ডিসেম্বর :: ২০২৪ এর গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেলা প্রস্তুতির কাজ। আগামী বছর জানুয়ারির ১২ তারিখ থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ২০২৪। আর মেলাকে কেন্দ্র করে প্রশাসনের তৎপরতা চোখে পড়ার মতন। এরই মধ্যে ঘটলো অঘটন মঙ্গলবার সন্ধ্যাবেলায় দক্ষিণ ২৪ পরগনা গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরের পাশে বিধ্বংসী আগুন দেখতে পায় এলাকাবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গঙ্গাসাগরে পাঁচ নম্বর রাস্তায় স্নান ঘাটের কাছে হঠাৎই একটি বাড়িতে আগুন দেখতে পায় গ্রামবাসীরা। এরপর মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে বাড়িতে। এরপর স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে পাশাপাশি খবর দেয়া হয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশকে এবং দমকলকে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছেছে ।

