সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ৬,জানুয়ারি :: রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গঙ্গাসাগর মেলা ২০২৫ শুভ উদ্বোধন হয়ে গেল। সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা পরিদর্শনের পাশাপাশি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ভিন রাজ্য থেকে পুণ্যার্থীরা আসা শুরু করে দিয়েছে, গঙ্গাসাগর মেলাতে। গঙ্গাসাগর মেলা পরিদর্শন এবং উদ্বোধন করতে এসে কেন্দ্র সরকারের বিরুদ্ধে গঙ্গাসাগর মেলা নিয়ে এক রাশ ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার ঘোষণা করার জন্য বারবার কেন্দ্রের কাছে আমরা আবেদন করেছি কিন্তু কেন্দ্র সরকার গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করেনি। কুম্ভ মেলার জন্য হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কেন্দ্র সরকার কিন্তু গঙ্গাসাগর মেলার জন্য এক পয়সাও খরচ করে না কেন্দ্র ।
গঙ্গাসাগর মেলার সময় পুণ্যার্থীদের যাতায়াত থেকে শুরু করে থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা করে রাজ্য সরকার। এর পাশাপাশি কপিলমুনি মন্দিরে পুরোহিতদের কাছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করে যে কপিলমুনি মন্দির প্রাঙ্গণের সামনে নদী বাঁধে ভাঙ্গন রোধ করার জন্য উদ্যোগী হোক কপিলমুনি মন্দিরের পুরোহিতরা
তার কারণ গঙ্গাসাগরে কপিলমুনি মন্দিরে যে পরিমাণ অর্থ প্রনামী হিসাবে পাওয়া যায় সব অর্থই উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়। রাজ্য সরকারের যেটুকু ক্ষমতা রয়েছে সেটুকু ক্ষমতা দিয়ে নদী ভাঙ্গন রোধ করার চেষ্টা চালানো হচ্ছে যদি নদী ভাঙ্গন রোধ করার ক্ষেত্রে কপিলমুনি মন্দিরের পক্ষ থেকে সাহায্য পাওয়া যায় তাহলে কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ করা সম্ভব হবে।