নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে পৌঁছালে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধরবার হাওড়া ডুমুরজলা হেলিপ্যাডে থেকে ১.৩৫ গঙ্গাসাগরের উদ্দেশ্য রওহনা দেন । ২.১৪ নাগাদ গঙ্গাসাগরের হেলিপ্যাডে অবতরণ করেন। গঙ্গাসাগরের হেলিপ্যাডে দাঁড়িয়ে সাগরের তীর্থযাত্রীদের জন্য বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
গঙ্গাসাগরে হেলিপ্যাড উদ্বোধন করলেন তিনি৷ সেখানে তিনটি স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন করেন তিনি৷ মুখ্যমন্ত্রী জানান, এ বার গঙ্গাসাগরে তৈরি হয়েছে পাঁচটি তীর্থস্থান৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন পাঁচটি মন্দিরের প্রতিরূপ পাঁচটি মন্দির উদ্বোধন করেন৷
তিনি আরো জানান, গঙ্গাসাগরে অনেক মানুষ আসেন, তাঁরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অংশে আসেন, কিন্তু নানাকারণে রাজ্যের কয়েকটি মন্দিরে তীর্থ করতে যেতে পারেন না৷
সেই কারণেই গঙ্গাসাগরে পাঁচটি জনপ্রিয় মন্দিরের আদলে প্রতিরূপ তৈরি করা হয়েছে৷ এই তালিকায় রয়েছে, তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর, তারকেশ্বর ও জহুরা কালীবাড়ির আদলে মন্দির তৈরি করা হবে৷পাশাপাশি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবিও করেন মমতা