নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ৭,ডিসেম্বর :: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষার কয়েকটা দিন পর শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা ২০২৪। মেলার আগেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ খতিয়ে দেখতে গঙ্গাসাগরে পৌঁছালো রাজ্যের তিন মন্ত্রী। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়, রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক সহ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
মূলত ৮ জনুয়ারী গঙ্গাসাগর মেলা শুভ উদ্বোধন করতে গঙ্গাসাগরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলা উদ্বোধনের আগে গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে কোনরকম খামতি রাখতে চাইছে না, জেলা প্রশাসনের আধিকারিকেরা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে মেলা প্রস্তুতির কাজ। আর সেই গঙ্গাসাগর মেলা ২০২৪ এর কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সরজমিনে দেখতে গেল রাজ্যের তিন মন্ত্রী।
আগামী দিনের গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরে অস্তিত্ব ক্রমশংকটে এসে দাঁড়িয়েছে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় ও নদী ভাঙ্গনের কারণে একটু একটু করে এগিয়ে আসছে বঙ্গোপসাগর। তা নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসনের আধিকারিকেরা। নদী ভাঙ্গন রোধে সেচ দপ্তরের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতির কাজ শুরু হয়েছে। মেলা প্রস্তুতির কাজ খতিয়ে দেখার পাশাপাশি নদী বাঁধের কাজও খতিয়ে দেখেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক।
মেলার সামগ্রিক কাজ খতিয়ে দেখার পর সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা, গঙ্গাসাগর মেলার প্রস্তুতির কাজ প্রায় শেষের পথে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ে গৌরবময় উপস্থিতিতে গঙ্গাসাগর মেলা ২০২৪ শুরু হতে চলেছে।