নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ২৬,ডিসেম্বর :: সামনেই মকর সংক্রান্তি। আগামী ৫ জানুয়ারি মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে গঙ্গাসাগর আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
তার আগেই শুক্রবার সাগর দ্বীপের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে উপস্থিত হলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
এ বছর কুম্ভমেলা না থাকায় গঙ্গাসাগরে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। গত কয়েক বছরে মেলা প্রাঙ্গণে বড় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
সেই সাফল্যের ধারা বজায় রাখতেই এদিন কাকদ্বীপ ও কচুবেড়িয়া পয়েন্ট পরিদর্শন করেন তিনি । এরপর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখার পাশাপাশি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন তিনি।
এদিন সুজিত বসু জানান, “রেকর্ড ভিড় সামাল দিতে এবং মেলা যাতে সম্পূর্ণ নিরাপদ ও অগ্নিমুক্ত থাকে, তার জন্য সবরকম আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দমকলের বিশেষ টিম মোতায়েন থাকবে।” অগ্নিনির্বাপণ ব্যবস্থার ফাঁকফোকর বন্ধ করে পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য।

