সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: শুক্রবার ১৯,জানুয়ারি :: নির্বিঘ্নে শেষ হল এবারের গঙ্গাসাগরে মেলা । এবছর রেকর্ড সংখ্যক মানুষ গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছিলেন । আনুমানিক সংখ্যাটা এক কোটি দশ লক্ষ। মেলা শুরু হয়েছিল ৮ জানুয়ারি ও মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা হয় ১৭ জানুয়ারি। একে একে ভিন্ রাজ্যের মানুষজন বাড়ি ফিরছেন।
ভেঙে দেওয়া হচ্ছে মেলার সময় তৈরি হওয়া অস্থায়ী প্রশাসনিক দপ্তর ,পুলিশ ক্যাম্প ও অস্থায়ী ছাউনিগুলো। আর গঙ্গাসাগর মেলা শেষ হতে না হতেই গঙ্গাসাগরের আবারও শুরু হল বিরাট মেলা । যে মেলা “ভাঙা মেলা” নামে খ্যাত । এই মেলা চলবে আরও ১৫-১৬ দিন। মূলত এই মেলাতে ভিড় জমান কেবলমাত্র সাগরদ্বীপের মানুষজন । বিক্রেতারা নিজেদের জিনিসপত্রের পসার সাজিয়ে বসেছেন।
গঙ্গাসাগর মেলার পর এই “ভাঙা মেলাতে” ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে ভিড়ের অধিকাংশ মুখই স্থানীয় সাধারন মানুষের। তাদের কথায় , গঙ্গাসাগর মেলা চলাকালীন কপিলমুনির মন্দির চত্বরে ভিন্ রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। তেমনভাবে যানবাহনও পাওয়া যায়না। তাই ভিড় এড়িয়ে সাগরদ্বীপের বাসিন্দারা নিজেদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার জন্য এই মেলার উপরেই বেশি ভরসা করেন।