গঙ্গাসাগর মেলা প্রাঙ্গনে চালু হচ্ছে কিউ আর কোড

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার ২৭,ডিসেম্বর :: এই প্রথমবার মেলা প্রাঙ্গনে কিউআর কোড চালু হচ্ছে। এই কিউ আর কোড স্ক্যান করে দেখে নেয়া যাবে মেলায় কোথায় কি রয়েছে। সঙ্গে গত বছরের মত গঙ্গা আরতিরও ব্যবস্থা থাকছে এবছর ।

এবার থেকে চালু হয়েছে বেশ কিছু নতুন বিধি নিষেধ । যেমন এবার থেকে ভিআইপিদের আর পাইলট কার নিয়ে ঢোকা যাবেনা মেলা প্রাঙ্গনে। বাংলা সহ আট ভাষায় তীর্থযাত্রীদের জন্য মাইকিং করা হবে। সব বাসেতে একজন করে সাগর বন্ধু ভলেন্টিয়ার থাকবে যারা তীর্থযাত্রীদের সহায়তা করবে।

তীর্থযাত্রী ও সংবাদমাধ্যমের জন্য ৫ লক্ষ টাকার বীমা প্রকল্প চালু থাকবে মেলার কদিন । জি পি আর এস সিস্টেম চালু থাকবে। মেলা প্রাঙ্গনে নিরাপত্তার জন্য কুড়িটা ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় নজরদারি করা হবে। ইসরোর সাহায্যে এই প্রথম স্যাটেলাইট ট্র্যাকিং সিস্টেম চালু হবে।তিরিশটি এলার্ম বাটন থাকবে মেলার বিভিন্ন প্রান্তে। ৫০ টি ফায়ার ব্রিগেডেড গাড়ি থাকবে। ৩২ টা ভেসেল গাড়ি পারাপারের জন্য থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =