সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: শুক্রবার ২১,ফেব্রুয়ারি :: গঙ্গাসাগরে তীর্থ করতে আসা পুণ্যার্থীদের বাস শুক্রবার সকালে পড়ল দুর্ঘটনার কবলে। পুণ্যার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল নয়ানজুলিতে। এই দুর্ঘটনার জেরে আহত হয়েছে বেশ কয়েকজন পূণ্যার্থী।
স্থানীয় সূত্রে জানা যায় , এদিন সকালে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে প্রায় ৩৬ জন পুণ্যার্থীদের নিয়ে একটি বাস গঙ্গাসাগরের কপিলমুনি মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল ।
সেই সময় হঠাৎ করে চৌরঙ্গী এলাকার কাছে পুণ্যার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি নয়ানজুলিতে উল্টে যায়। এই ঘটনা দেখতে পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন।
এরপর বাস থেকে তড়িঘড়ি আহত পুন্যার্থীদের উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাগর থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের কর্মীরা। আহত পুণ্যার্থীদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা । এছাড়াও ঘটনাস্থলে পৌঁছান সাগরের বিডিও কানাইয়া কুমার রাও। আহত পুণ্যার্থীদের মধ্যে ৮ থেকে ১০ জন ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে।