গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: সোমবার ৫,জানুয়ারি :: অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে সাগরদ্বীপের বাসিন্দাদের। গড়ে উঠতে চলেছে বহু প্রতীক্ষিত মুড়িগঙ্গা নদীর উপর “গঙ্গাসাগর সেতু”। গঙ্গাসাগর মেলা পরিদর্শন করতে এসে গঙ্গাসাগর সেতুর শুভ শিলান্যাস করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার দুপুরে গঙ্গাসাগর মেলা পরিদর্শন সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে গঙ্গাসাগরে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ডে নেমে জনসভা মঞ্চে উপস্থিত হন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন তিনি ।মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু। উভয়পাশে থাকবে ১.৫ মিটার চওড়া ফুটপাত। মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণ কর্মকাণ্ডের শুভসূচনা করেন মুখ্যমন্ত্রী ।

জানা গিয়েছে, গঙ্গাসাগর সেতু প্রকল্পে আনুমানিক ব্যয় প্রায় ১,৬৭০ কোটি টাকা ধরা হয়েছে। আগামী চার বছরের মধ্যে সেতুটির নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

ইতিমধ্যে সেতুর নকশাও চূড়ান্ত হয়ে গিয়েছে। দায়িত্বে থাকছে নির্মাণ সংস্থা এল অ্যান্ড টি। সেতুটি দ্বিতীয় হুগলি সেতু বা নিবেদিতা সেতুর আদলে তৈরি করা হবে। শুধু তাই নয়, সেতু নির্মাণে জমি অধিগ্রহণের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে।

গঙ্গাসাগর সেতুর জন্য কাকদ্বীপের অংশে ৭.৯৫ একর এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি জমি অধিগ্রহণের কাজ খুব শীঘ্রই শেষ করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব রকম চেষ্টা করে গঙ্গাসাগেরের সামগ্রিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন। এমনকি “গঙ্গাসাগর সেতুর ” শিলান্যাস করে এখনকার মানুষের জীবনযাত্রাকে আরো উন্নত মানের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − eight =