গঙ্গাস্নান করতে এসে জলে তলিয়ে গেল একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ৩০,মার্চ :: শনিবার ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। গঙ্গাস্নান করতে এসে জলে তলিয়ে গেল একজন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রামের পিয়ারিনগর জিবিএম ঘাটে। জানা যায় রোহিত দেবনাথ ও সায়ন বিশ্বাস নামে দুজন গঙ্গাস্নান করতে আসে।

সম্পর্কে তারা মামা ভাগ্নে। স্নানের জন্য তার ভাগিরথীর জলে নামেন। হঠাৎ করেই তারা দুজনে জলে তলিয়ে যেতে থাকে। তাদের মধ্যে সায়ন বিস্বাস (ভাগ্নে) কোনরকমে সাঁতরে পারে উঠে আসে।অপরজন ভাগীরথীর জলে তলিয়ে যায়। জলে তলিয়ে গিয়ে নিখোঁজ হওয়া ব্যক্তির নাম রোহিত দেবনাথ (মামা)। তার বাড়ি বর্ধমানের কালনা গেট নারী মোড় এলাকায়।

সে বর্ধমান রাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। এই ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান সায়ন বিশ্বাস। খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছায় কালনা থানার পুলিশ।আসে ডুবুরি।

নিখোঁজ ব্যক্তিকে খোঁজার জন্য জোর কদমে শুরু হয়েছে তল্লাশি অভিযান। নিখোঁজ ব্যক্তিকে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। আকস্মিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =