দানিস আলী :: সংবাদ প্রবাহ :: হুগলি :: কোলকাতার পর কোন্নগরে, দশমীর দিনে অভিনব পদ্ধতিতে প্রতিমা নিরঞ্জনের উদ্যোগ নিল কোন্নগর পৌরসভা। কোন্নগর পৌরসভার অন্তর্ভুক্ত বিভিন্ন গঙ্গার ঘাট গুলিতে প্রতিমা গুলিকে সরাসরি জলে ফেলা হলো না, গঙ্গায় নয়,প্রতিমা গুলিকে গঙ্গার পাড়ে রেখে তাতে হোর্স পাইপের মাধ্যমে জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছে।
পৌরসভার এক আধিকারিক জানান,
গঙ্গায় দুষণ রুখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে, মুর্তিতে যে সব রাসায়নিক রং ব্যবহার করা হয় এবং নানা রকমের রঙ্গীন কাপড় থেকে বিষাক্ত রং যাতে সরাসরি গঙ্গায় না যেতে পারে তার জন্য এই ব্যাবস্থা। মুর্তি গুলিকে জল দিয়ে ভিজিয়ে গলিয়ে দেওয়া হচ্ছে, তারপর তার শরীর থেকে কাপড় ও নানা জিনিস পত্র খুলে নিয়ে শুধু মাত্র বাঁশের কাঠামোটি পুজো কমিটি গুলির হাতে দিয়ে দেওয়া হচ্ছে।
এরই পাশাপাশি যে সকল পুজো কমিটি গুলি আমাদের সাথে হাতে হাত মিলিয়েছে তাদের কে আমরা পৌরসভার পক্ষ থেকে তাদের উতসাহ দেবার জন্য একটি পরিবেশ বান্ধবের অভিনন্দন সংসাপত্র দেওয়া হচ্ছে।এই নিয়ে চার বছর হলো এই উদ্যোগ নেওয়া হচ্ছে।