গঙ্গা থেকে উদ্ধার তরুণীর দেহ, দুই দিন আগে ঝাঁপ দিয়েছিলেন মানালী ঘোষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বৃহস্পতিবার ২৩,অক্টোবর :: গঙ্গা থেকে উদ্ধার হল নিখোঁজ তরুণী মানালী ঘোষের দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই দিন আগে চন্দননগরের ঘাট এলাকা থেকে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন মানালী ঘোষ নামে ওই তরুণী। এরপর থেকেই শুরু হয় তল্লাশি অভিযান।

আজ, বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর রায় ঘাটে স্থানীয় বাসিন্দারা গঙ্গার জলে ভেসে থাকা এক তরুণীর দেহ দেখতে পান। খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে। পরে পুলিশ সূত্রে নিশ্চিত হওয়া যায়, মৃত তরুণীই হলেন নিখোঁজ মানালী ঘোষ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া দেহটি প্রথমে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক প্রক্রিয়া শেষে দেহ হ্যান্ডওভার করা হবে ভদ্রেশ্বর থানায়, যেহেতু ঘটনাস্থল তাদের আওতাধীন।

প্রাথমিক অনুমান, গঙ্গার স্রোতে ভেসে শ্রীরামপুরের দিকে চলে আসে দেহটি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যার কারণ জানতে মানালী ঘোষের পরিবারের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।

স্থানীয়দের মধ্যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেরই বক্তব্য, মানালীকে শেষবার চন্দননগরের ঘাটে দেখা গিয়েছিল। কেন এমন চরম পদক্ষেপ নিলেন তরুণী, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + twenty =