গঙ্গা দূষণের ফলে নদীতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ দের অস্তিত্ব সংকটে ।

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: রবিবার ৫,নভেম্বর :: দিনের পর দিন গঙ্গা দূষণ বেড়ে চলেছে আর এই গঙ্গা দূষণের ফলে নদীতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ দের অস্তিত্ব সংকটে । গঙ্গা দূষণ রোধ করার লক্ষ্যে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা কপিল মুনি আশ্রমের সামনে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে ১০৮ জন পুরোহিতের উপস্থিতিতে গঙ্গা আরতির ব্যবস্থা করে গঙ্গাসাগর ব্লক প্রশাসন।

এদিন গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির সংলগ্ন গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে গঙ্গা আরতির মাধ্যমে গঙ্গার দূষণ রোধ করার লক্ষ্যে ব্লক প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে বার্তা দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গাসাগরের পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের সহ-সভাপতি স্বপন কুমার প্রধান উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ।

এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গাসাগরের বিডিও ও জয়েন্ট বিডিও। এ বিষয়ে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মন্ডল তিনি জানান, কেন্দ্র সরকারের “নমমি গঙ্গা” যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের আওতায় গঙ্গাকে দূষণমুক্ত রাখার জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে বিভিন্ন রকম ব্যবস্থা নেয়া হয়েছে।

গঙ্গা দূষণের ফলে বিভিন্ন প্রজাতির মাছ এখন বিলুপ্তের পথে। মাছের চারা গঙ্গা দূষণের ফলে নষ্ট হয়ে যাচ্ছে এর ফলে মৎস্যজীবীদের পেশা সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। গঙ্গাকে দূষণমুক্ত রাখার জন্য এগিয়ে আসতে হবে সাধারণ মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 15 =