গঙ্গা ভাঙন রোধের কাজ চলতে চলতেই নতুন করে জল প্রকল্পের পাশে বড়সড় ফাটলে আতঙ্কে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: ১৬ই,মার্চ :: গঙ্গা ভাঙন রোধের কাজ চলতে চলতেই নতুন করে জল প্রকল্পের পাশে বড়সড় ফাটলে আতঙ্কে গঙ্গার তীরবর্তী এলাকার মানুষ। কাজে গাফিলতির অভিযোগ তুলছেন স্থানীয়রা।একদিকে চলছে, গঙ্গা ভাঙন রোধের কাজ। তারই মাঝে আবারও গঙ্গার পারে বড়সড়ো ফাটল দেখা দেওয়ায় কপালে চিন্তার ভাজ তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষদের।

বুধবার সকালে গঙ্গার পাড়ে বড়সড় ফাটল লক্ষ্য করে স্থানীয়রা। তাদের দাবি, একদিকে যখন গঙ্গা ভাঙন রোধের কাজ চলছে তাহলে ফাটল কিভাবে হয়। যদিও কাজে অনেকটাই গাফিলতি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। বিগত মাস কয়েক ধরে প্রাথমিকভাবে বালির বস্তা ফেলে চলছে গঙ্গা ভাঙ্গন রোধের কাজ।

পাশে রয়েছে শান্তিপুরের একমাত্র জলপ্রকল্প, তার পাশেই আবারও নতুন করে বড়সড়ো ফাটল দেখা দেওয়ায় রীতিমতো আতঙ্কে তীরবর্তী এলাকার মানুষজন।

ঘটনাটি শান্তিপুর ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমারঘাটের। স্থানীয়দের দাবি অবিলম্বে প্রশাসন যাতে এর উপর নজর রাখে, না হলে এই ফাটল আরও ভয়াবহতা ধারণ করবে। এখন ফাটল নজরে পড়তেই রীতিমতো ঘুম উড়েছে এলাকাবাসীর। এখন দেখার এই ফাটল রোধে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =