সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ৮,মে :: গজলডোবা যাওয়ার রাস্তায় রয়েছে সীতারাম মন্দির। ক্যানেল রোডের পাশে ঢালু রাস্তা দিয়ে নেমে যেতে হয় মন্দিরে। মন্দিরের পাশে রয়েছে একটি আঁকাবাঁকা নদী, আশেপাশে প্রাকৃতিক পরিবেশ অত্যন্ত মনোরম। এই মন্দিরটি তিনতলা।
প্রথম তলার রয়েছে লক্ষীনারায়ণ, সিতারাম, দ্বিতীয় তলায় রয়েছেন বজরংবলী। আর মন্দিরের তৃতীয় তলায় রয়েছে একটি চূড়া। এই মন্দির চত্বরেই রয়েছে মা কালীর মন্দির।মন্দিরটি ৫০ বছর আগে সংস্কার হয়েছিল।
এই মন্দিরের পুরোহিত জানিয়েছেন, প্রতিদিন এখানে নিত্য পুজো হয়ে থাকে। মন্দিরের পাশেই রয়েছে আরো একটি মা কালীর মন্দির ।
এখানে রামনবমী হনুমান জয়ন্তীতে ঘটা করে পুজো করা হয়ে থাকে। প্রচুর জনসমাগম হয়। বিভিন্ন স্থান থেকে প্রচুর ভক্তরা এই মন্দিরে এসে থাকেন বলে তিনি জানান। মন্দির সকালে খোলা হয় ও রাত দশটার সময় বন্ধ হয়। তিনি আরো জানান প্রতি মঙ্গলবার ঘটা করে এখানে পুজো হয়ে থাকে। মন্দিরের রয়েছে অদ্ভুত এক নিস্তব্ধতা, জনসমাগন থেকে কোলাহল থেকে অনেকটাই নিভৃতে এক অদ্ভুত শান্তি।