নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ৩,জুলাই :: মহাদেবের মোবাইল চুরি করে গণপিটুনির হাত থেকে পার পেল চোর। কিন্তু দড়ি বেঁধে রাখলো স্থানীয়রা। আটক করলো পুলিশ। রাজ্যের বিভিন্ন প্রান্তে গণপিটুনির ঘটনা দেখে সচেতন এলাকার মানুষ। মোবাইল চোর ধরা পড়লেও না মেরে দড়ি বেঁধে রাখল স্থানীয়রা।তুলে দেওয়া হল পুলিশের হাতে।
শোরগোল ছড়ালো এলাকা জুড়ে। বিদবিহারের শিবপুরের পার্থ লোহার নামের এক যুবক বেশ কয়েকবার বাইক চুরি এবং মোবাইল চুরির ঘটনায় জড়িয়েছে। ফের আবার মহাদেব বাগদি নামের এলাকার এক যুবকের মোবাইল আর ড্রাইভিং লাইসেন্স চুরির অভিযোগ উঠলো পার্থর বিরুদ্ধে।
বুধবার দেখা পাওয়া মাত্রই পার্থকে হাতেনাতে ধরে ফেলে মহাদেবের মা। তারপরেই হাতে দড়ি বেঁধে নিয়ে আসা হয় পাড়ার মন্দিরে। সে যাতে না পালাতে পারে সেজন্য হাতে দড়ি বেধেই রাখা হয়। মোবাইল ফিরিয়ে দেওয়ার কথাও জানাতে থাকে মহাদেব, তার মা এবং এলাকাবাসীরা। তাতেও কোন কাজ না হওয়ায় স্থানীয়রা খবর দেয় পুলিশকে। পুলিশ এসে অভিযুক্ত পার্থ লোহারকে আটক করে নিয়ে যায়।