সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার,৫মে :: গণবিবাহের আয়োজন ১৮ জন নব দম্পতির নবজীবনে পদার্পণ। এদিন দেশবন্ধু পাড়া মহামায়া কালীবাড়িতে বিজন দাসের উদ্যোগে গণবিবাহের আয়োজন করা হয়।
১৮ জন নব দম্পতির নতুন জীবন শুরু। তাদের জন্য বিভিন্ন উপহারের ও ব্যবস্থা করা হয়েছে। এই গণ বিবাহ দেখতে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। উপস্থিত হয়েছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা।