নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়াঃ :: গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পার পূজোকে কেন্দ্র করে ‘মিনি মহারাষ্ট্রে’র চেহারা নিয়েছে শহর বাঁকুড়া। শারদোৎসবের মাত্র এক মাস আগেই গণেশ পূজোকে কেন্দ্র করে উৎসবে মাতোয়ারা এই শহরের মানুষ। এবার ছোটো বড় মিলিয়ে বাঁকুড়া শহরে বেশ কয়েকটি পূজো হলেও সবার নজর হরেশ্বর মেলার দিকে।
হরেশ্বর মেলা গণেশ পূজা কমিটির তাঁদের পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে ২১ ফুটের বিশালাকার গণেশ প্রতিমা তৈরী করে সবার নজর তাঁদের দিকেই ঘুরিয়ে নিয়েছেন। বাঁকুড়া শহরে কয়েক বছর আগেও গণেশ পূজাকে কেন্দ্র করে মানুষের এতো উন্মাদনার কথা গত কয়েক বছর আগে দেখা যায়নি।
সময়ের সঙ্গে এই পূজোকে কেন্দ্র করে মানুষের আগ্রহ আর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস বেড়েই চলেছে। বাঁকুড়া পৌর সভার উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ বলেন, শহরে প্রতি বছর গণেশ পূজার সংখ্যা বাড়ছে। এই পূজোকে কেন্দ্র করেও শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি জানান।
মঙ্গলবার রাতেই হরেশ্বর মেলা গণেশ পূজা কমিটির পূজো উদ্বোধন হয়ে গেছে। আর তারপর থেকেই দর্শনার্থীদের ভীড় শুরু হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার পূজোয় মাত্র ৮৫ হাজার টাকা বাজেট। মানুষের আগ্রহ যেভাবে বাড়ছে তাতে আগামী বছর গুলিতে ‘বিগ বাজেটের পূজোর দিকেই তাঁরা ঝুঁকবেন’।
পূজা কমিটির সদস্য বাবু চ্যাটার্জী বলেন, আমাদের এই পূজোকে কেন্দ্র করে অনেক মানুষ এগিয়ে এসেছেন। সকলের এভাবে সহযোগীতা পেলে আগামী দিনে আরো বড় করে পূজোর চিন্তাভাবনা তারা করবেন বলে তিনি জানান।