গণ উপণয়নে ভক্তের ভিড় রতুয়ার একবর্ণায়।

কুমার মাধব  :: সংবাদ প্রবাহ :: মালদহ :: ৩১শে মার্চ :: প্রায় দুশো বছর ধরে হয়ে আসা বাসন্তী পূজাকে কেন্দ্র করে ভক্তের ঢল নামে । মালদা রতুয়া দুই ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলের এক বর্ণা গ্রামে। চার দিন ধরে চলে এখানে পুজো। নবমীর দিন চলে উপনয়নের আসর। এরকম গন উপনয়ন মালদা জেলাতে শুধু মাত্র এখানেই হয় বলে জানিয়েছেন একবর্ণা গদাধর বাসন্তী পূজা কমিটির এক সদস্য।

এই উপনয়নকে কেন্দ্র করে ভক্তের ঢল নামে এলাকায়। পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খন্ড, ওড়িশা থেকে শুরু করে কলকাতা শিলিগুড়ি সহ বিভিন্ন শহর থেকে এখানে লোক আসে উপনয়নের জন্য। গণ উপনয়নকে কেন্দ্র করে সারা গ্রাম উৎসবের আকার নেয়। উপয়নের পাশাপাশি চার দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ।

রামনবমীর দিনে এই বাসন্তী মন্দিরে গণ উপনয়নের আসর বসেছে মালদা জেলা সহ বিভিন্ন জেলা থেকে লোকেরা এই মন্দিরে এসেছে উপনয়ন দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =