নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: ২০১৮ সালের ২৯ জানুয়ারি বীরভূমের ইলামবাজার থানার ধল্লা পঞ্চায়েতের ফুলডাঙা গ্রামে একটি গনধর্ষনের ঘটনা ঘটে। ওই দিন গ্রামে সরস্বতী পুজো ছিল। অভিযোগ নির্যাতিতা রবিনী মাড্ডি(২৬) তার দুই নাবালিকা মেয়ে নিয়ে বাড়িতে শুয়ে ছিল। তার স্বামী বাড়িতে ছিল না।
এই সুযোগে ফুলডাঙা গ্রামের চার যুবক শুকু হেমরম, সরকার মাড্ডি, মন্ত্রী কিসকু, রবি বেসরা রবিনীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পাসের জঙ্গলে। সেখানে পরপর তারা তাকে ধর্ষন করে। সে চিৎকার করলেও সেই সময় সরস্বতীর পুজোর জন্য ডিজে বাজার কারনে কেউ শুনতে পায়নি। ৩০ তারিখে ইলামবাজার থানায় অভিযোগ দায়ের হয়, পুলিশ ওই দিন চার জনকে গ্রেফতার করে ।
বিচারক সুজয় কুমার সেনগুপ্ত চার জনকে ২০ বছর জেল, প্রত্যেকে ২০ হাজার টাকা জরিমান । অনাদায়ে ১ বছর জেল । এর পাশাপাশি নির্যাতিতাকে সাড়ে সাত লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারকে।