নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শুক্রবার ৪,জুলাই :: ফেসবুক পোস্ট করে কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা NBSTC চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সরাসরি অভিযোগ করেন যে, যে গাড়িতে চেপে বিজেপি বিধায়কের ছেলে দুষ্কৃতিকারীদের সাথে নিয়ে এসে তৃণমূল নেতা রাজু দে কে গুলি করে পালিয়ে যায়।
পুলিশ সেই সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করে এবং অনলাইনে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার সার্চ করে দেখা যায় গাড়িটি কুচবিহার উত্তরের বিধায়ক সুকুমার রায়ের ।
পার্থপ্রতিম রায় বলেন এটা থেকে দিনের আলোর মত স্পষ্ট যে প্রাণঘাতী হামলার সাথে যুক্ত সুকুমার রায় এবং তার ছেলে সহ তাদের সাথে আসা দুষ্কৃতী বাহিনী।
এছাড়াও তিনি অভিযোগ করেন একমাস আগে চকচকা এলাকায় রাজু দের নেতৃত্বে একটি বিক্ষোভ কর্মসূচিতে আটকে পড়েছিল বিজেপি বিধায়ক সুকুমার রায়ের গাড়ি ।
সেই সময় গাড়ির ভেতর থেকে রাজুকে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল পার্থ প্রতিম রায় আরো বলেন সম্ভবত কালকের এই গুলি কাণ্ড তারই প্রতিফলন পার্থ প্রতিম রায় ফেসবুক পোস্ট করে বিজেপি বিধায়ক সুকুমার রায় কে এই প্রসঙ্গে ধিক্কার জানায়।