নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২৪,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া ফাঁকা মাঠের ঘটনা।
জানাযায় বছর ১৭ একাদশ শ্রেণির ছাত্র রাকিবুল মন্ডল বাড়ি স্বরূপ নগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকায় এবং বছর ২২ রাজ ভদ্র দুজনই কাল থেকে নিখোঁজ ছিল।
আজ সকাল বেলা চাষীরা মাঠে এসে দেখতে পায় মাঠের মাঝখানে একটি বাগানে আমগাছে দুইজনের ঝুলন্ত দেহ, সঙ্গে সঙ্গে সরুপনগর থানাকে খবর দিলে স্বরূপনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে আমগাছ থেকে সাইকেল উদ্ধার হয়েছে। ময়না তদন্তের জন্য বসিরহাট পুলিশ মর্গে পাঠায়।
কি কারনে আত্মহত্যা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় গ্রামের শোকের ছায়া নেমেছে। এই আত্মহত্যা কি ত্রিকোণ প্রেমের গল্প না বাবা মার বকুনি জন্য না অন্য কোন গন্ডগোল না পরিকল্পিত খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া উত্তর খুঁজছে পুলিশ ।

