কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বুধবার ২৮,জুন :: মানিকচক;গতকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত।তবুও ভোট প্রচারে পিছিয়ে নেই কোন রাজনৈতিক দলের প্রার্থীরা।
বুধবার সকাল নাগাদ বৃষ্টি মাথায় নিয়ে জনসংযোগে বেরিয়ে পড়লেন মানিকচক ২৮ নম্বর আসনের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম মালদা জেলা পরিষদ প্রার্থী দেবজ্যেতি সিনহা।এদিন মালদার মানিকচকের নাজিরপুর অঞ্চলে জনসংযোগ পর্ব সারেন এবং আর্শিবাদ নেন।

