গতকাল রাতে আটটা থেকে সাড়ে আটটা সময় বিহার এ কুন্দা স্টেশনে ১৩০১০ দুন এক্সপ্রেস ট্রেনে বহিরাগত যাত্রীদের হামলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিহার  :: মঙ্গলবার ২৫,জুন :: গতকাল রাতে আটটা থেকে সাড়ে আটটা সময় বিহার এ কুন্দা স্টেশনে ১৩০১০ দুন এক্সপ্রেস ট্রেনে বহিরাগত যাত্রীদের হামলা। জোর করে ট্রেনে উঠে পড়ে বিনা টিকিটে সিট দখল করার চেষ্টা করে।

বাঙালি পর্যটক ১৫ জনের একটি দল ছিল তাদের সঙ্গে ছোট শিশু ছিল। তারা বাধা দিলে প্রতিবাদ করলে প্রায় ১০০ জন মত ট্রেনে উঠে পড়ে এবং যাত্রীদের ওপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় যাত্রীদের। এই ঘটনায় পাঁচ থেকে ছয় জন গুরুতর আহত। দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালায়।

রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। দুষ্কৃতীরা বন্দুক নিয়ে হকিস্টিক এবং বেল্ট দিয়ে হামলা চালায় অভিযোগ যাত্রীদের। হাওড়া এসে তারা হাওড়া জিআরপিতে অভিযোগ জানাবে। আতঙ্কে ট্রেন যাত্রীরা। যাত্রীরা ট্রেনের গেট লক করে দিলেও দরজা ভেঙে ট্রেনে ভাঙচুর করে ভেতরে ঢুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + seven =