নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ৯,এপ্রিল :: গত একমাস ধরে নিখোঁজ থাকা বৃদ্ধের দেহ উদ্ধার হলো কাঁকসার বিরুডিহা এলাকায় ডিভিসির সেচ খাল থেকে। গত ৬তারিখে গভীর রাত্রে ওই এলাকার বাসিন্দারা ডিভিসির জলে সন্দেহজনক কিছু একটা ভাসতে দেখে কাঁকসা থানার পুলিশকে খবর দেয় ।
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে সেটিকে উঠিয়ে দেখে মানুষের পচাগলা দেহ।এর পর পুলিশ খোঁজ নিয়ে দেখে গত মার্চ মাসের ৫তারিখ থেকে কাঁকসার রাজবাঁধ এর বাসিন্দা ৬৪ বছর বয়সী কিরিটি ঘোষ নিখোঁজ ছিলেন।পরিবারের পক্ষ থেকে কাঁকসা থানায় তার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের ও হয়েছিল।
সেই মত পরিবারের সাথে যোগাযোগ করা হলে।পরিবারের সদস্যরা পরনের পোশাক ও অন্যান্য জিনিস দেখে দেহ সনাক্ত করে। দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পরিবার সূত্রে জানা গিয়েছে গত ৫ই মার্চ ওই বৃদ্ধ তার বেয়াইয়ের শেষ কৃত্য সম্পন্ন করতে কাঁকসার বাঁশকোপায় শ্মশানে গিয়েছিলেন।
পেশায় তিনি একজন হোটেল ব্যবসায়ী।রাতে বাড়ি ফেরার কথা থাকলেও রহস্যজনক ভাবে সে নিখোঁজ হয়ে যায়।বিভিন্ন এলাকায় খোঁজ করেও তার কোনো সন্ধান না পেয়ে অবশেষে গত ৭ই মার্চ তার নিখোঁজ হওয়ার অভিযোগ পরিবারের পক্ষ থেকে জানানানো হয় কাঁকসা থানায়।তার পর থেকেই সে নিখোঁজ ছিলো।মৃত্যুর কারণ খুঁজতে ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।