গত এক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে যাওয়া ৬৯ টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১৫ই,এপ্রিল :: গত এক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে যাওয়া ৬৯ টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হাওড়া সিটি পুলিশের ফিরে পাওয়া প্রকল্পের অধীন এক কর্মসূচির মাধ্যমে হাওড়ার গোলাবাড়ি থানার উদ্যোগে এই সমস্ত ফোন এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয়।

শনিবার পয়লা বৈশাখ দুপুরে হাওড়ার গোলাবাড়ি থানায় এই কর্মসূচি নেওয়া হয়। ওই অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ আবদুল গফফর, গোলাবাড়ি থানার আইসি সুদীপ সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। মূলত রাস্তায় বেরিয়ে ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার মতো ঘটনা আকচারই ঘটে থাকে।

এইসব ফোন উদ্ধার করে যাচাইয়ের পর সেই ফোনগুলো পুলিশের তরফ থেকে এদিন তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, হাওড়া সিটি পুলিশের অধীন বিভিন্ন থানাতেই বছরভর ফিরে পাওয়া প্রকল্পের অধীনে এরকম উদ্যোগ নেওয়া হয়ে থাকে। মিসিং ফোন উদ্ধার করে আসল মালিকদের হাতে সেগুলো তুলে দেওয়া হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 2 =